ইনপ্লেইস অপারেশন আসলে কি? আসুন একটা ছোট্ট উদাহরন দেখে নেই -
a = 3
a += 2
এখানে +=
টাই ইনপ্লেইস অপারেটর । এখানে আমরা প্রথমে a
এর সাথে 2 যোগ করি এবং সেই ভ্যালুটা দিয়ে a
এর আগের মানটা আপডেইট করে দেই । অর্থাৎ তৃতীয় লাইনে যদি আমরা লিখি,
print(a)
তাহলে এর আউটপুট আসবে 5
এই ব্যাপারটি অন্যান্য অপারেটর গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কমন ইনপ্লেইস অপারেটর:
+=
-=
*=
/=
%=
শুধুমাত্র নাম্বার বাদেও অন্যান্য টাইপের ক্ষেত্রেও ইন প্লেইস অপারেটর ব্যবহার করা যায় যেমন, স্ট্রিং এর ক্ষেত্রে,
language = "Python"
language += "3"
print(language)
আউটপুট,
Python3
সংকলন - আবু আশরাফ মাসনুন