Skip to content

Latest commit

 

History

History
22 lines (15 loc) · 2.4 KB

3.2.1.3.nano-configuration.md

File metadata and controls

22 lines (15 loc) · 2.4 KB

ন্যানো কনফিগারেশন

ন্যানোকে কনফিগার করতে হলে আপনার হোমের .nanorc নামের ফাইলটি এডিট করতে হবে। প্রশ্ন হল, কেন কনফিগার করবেন? উত্তরটাও সহজ, আপনার সুবিধার্থে। ধরে নিলাম আপনি পাইথনে প্রোগ্রাম লেখেন। আপনার কোড ইনডেন্ট করতে হয় ৪টি স্পেসের সমপরিমাণ ট্যাব দিয়ে। সবসময়ই ট্যাবের চেয়ে সরাসরি ৪টি স্পেস ব্যবহার করা ভালো। তো, আপাতত দেখা যাবে দুটি জিনিস হলে আপনার খাটনি অনেকটা কমবে:

  • আপনি যখনি ট্যাব চাপবেন, যদি ৪টি করে স্পেস বসিয়ে নেয় তার বদলে।
  • যদি কোড স্বয়ংক্রিয়ভাবে ইনডেন্ট করে দেয়।

এটা করতে প্রথমে দেখুন আপনার হোমে .nanorc ফাইলটি আছে কিনা। না থাকলে তৈরী করে নিন। ফাইলটি খুলুন। তারপর এই লাইনগুলো লিখুন:

set autoindent
set tabsize 4
set tabtospace

এবার ফাইলটি সেভ করুন। আমরা তাহলে কী করলাম? প্রথমে set autoindent দিয়ে আমরা বলেছি স্বয়ংক্রিয়ভাবে ইনডেন্ট করতে। তারপর set tabsize 4 দিয়ে বলেছি ট্যাব এর দৈর্ঘ্য হবে ৪ ক্যারেক্টারের সমান। তারপর set tabtospace দিয়ে বলেছি ট্যাব এর বদলে স্পেস ব্যবহার করতে।

এর বাইরেও আপনি অনেককিছু পরিবর্তন করতে পারেন ন্যানোর। বিস্তারিত দেখতে টার্মিনালে লিখুন:

man nanorc